ক্ষেত্রানুসন্ধানমূলক ভাষাবিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যে ভাষার ওপর বিশেষ কোন গবেষণা হয়নি, সেই ভাষা-ভাষী সমাজে (অর্থাৎ ভাষা সংঘটনের ক্ষেত্রস্থলে) গিয়ে, পরোক্ষ অন্তর্দৃষ্টি প্রয়োগের মাধ্যমে নয়, বরং প্রত্যক্ষভাবে মাতৃভাষীদের কথা বিশ্লেষণ করে, ভাষাটির ব্যাকরণ-সংক্রান্ত প্রাথমিক তথ্যাবলী আহরণ করার প্রক্রিয়াটি ভাষাবিজ্ঞানের যে শাখার অন্তর্গত, তাকে ক্ষেত্রানুসন্ধানমূলক ভাষাবিজ্ঞান (ইংরেজি Field Linguistics) বলে অভিহিত করা হয়।