গুলশান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুলশানঢাকার একটি অভিজাত এলাকা। অনেক ক্ষেত্রে মহিলাদের নাম হিসেবে পাওয়া যায়। এর চারদিকে উত্তরা, বারিধারা, বাড্ডা,বনানী, ক্যান্টনমেন্ট এলাকা। এটি ২টি অংশ ১ও২ নামে পরিচিত। গুলশান ২ তে বেশিরভাগই বিদেশী দূতাবাস বা অফিস সমূহের অবস্থান। ঢাকার অন্যতম গাছপালা শোভিত এই এলাকা যদিও একটি আবাসিক এলাকা হিসেবে উল্লিখিত কিন্তু বর্তমানে এটি প্রায় বানিজ্যিক এলাকায় পরিনত হয়েছে ও হচ্ছে। ।