চাকমা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়। চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। এরা বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপূর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে 'বিজু'। তাদের প্রধান জীবিকা কৃষি কাজ। জুম চাষের মাধ্যমে তারা বিভিন্ন খাদ্যশষ্য ও রবিশষ্য উৎপাদন করে থাকে। তাদের ভাষার নাম চাকমা।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
বাংলাদেশের উপজাতি - সম্পাদনা |
---|
চাকমা • সাঁওতাল • মনিপুরী • রাখাইন • মুরং • খাসিয়া • গারো • হাজং • মারমা • মগ (উপজাতি) • পাংখো • রাজবংশী • খুমি • ত্রিপুরা (উপজাতি) • কুকি (উপজাতি) • চক (উপজাতি) • হাদুই • লুসাই • হদি • বাওয়ালী • ওঁরাও • তনচংগা • বনযোগী • মৌয়ালী |