জন টুকি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন ওয়াইল্ডার টুকি (১৬ই জুন, ১৯১৫ - ২৬শে জুলাই, ২০০০) একজন মার্কিন পরিসংখ্যানবিদ। তিনি নিউ বেডফোর্ড, ম্যাসাচুসেটস-এ জন্মগ্রহণ করেন।
টুকি ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ সালে রসায়নে স্নাতক ও ১৯৩৭ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচ ডি অর্জন করেন।
টুকি জেমস কুলি-র সাথে কুলি-টুকি দ্রুত ফুরিয়ে রূপান্তর অ্যালগোরিদম (Cooley-Tukey FFT algorithm) উদ্ভাবন করেন।