জে. এম. কূতসী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন ম্যাক্সওয়েল কূত্সী (জন্ম ফেব্রুয়ারি ৯, ১৯৪০), একজন খ্যাতনামা দক্ষিন আফ্রিকান ঔপন্যাসিক। তিনি সাহিত্য মহলে জে. এম. কূত্সী (JM Coetzee) নামেই সুপরিচিত। ২০০৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার জয় করেন। তিনি দুইবার বুকার সাহিত্য পুরষ্কারও জিতেছেন।
কূত্সী দীর্ঘদিন কেপ টাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করেন এবং সেখানকার নাগরিকত্ব নিয়েছেন।
[সম্পাদনা] উল্লেখযোগ্য উপন্যাস
- ইন্ দ্য হার্ট অফ্ দ্য কান্ট্রি (১৯৭৭)
- ওয়েটিং ফর্ দ্য বারবেরিয়ান্স্ (১৯৮০)
- লাইফ্ এন্ড টাইম্স্ অফ্ মাইকেল কে. (১৯৮৩)
- ডিস্গ্রেস্ (১৯৯৯)
- এলিজাবেথ্ কস্টেলো (২০০৩)