টুইটি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টুইটি বার্ড, যা টুইটি নামে বেশি পরিচিত। ওয়ার্নার ব্রাদার্সের কার্টুন সিরিজ লুনি টুনস ও মেরি মেলোডি এ দেখা যায়। একটি ছোট ক্যানারি জাতীয় পাখি। বব ক্ল্যাম্পেট ১৯৪২ সালে তার অ্যা টেল অব টু কিটিস এর মাধ্যমে এর প্রথম উপস্থাপন করেন।