ট্যাজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুনি টুনস ও মেরি মেলোডি সিরেজের কার্টুন চরিত্র, টাসমেনিয়ান ডেভিল থেকে সংক্ষেপ ট্যাজ।রবার্ট ম্যাককিমসনের সৃষ্ট প্রথম আবির্ভাব ডেভিল মে হেয়ার নামের কার্টুনের মাধ্যমে ১৯ জুন ১৯৫৪। এটি অস্ট্রেলিয়ার একটি জীব যা প্রচন্ড জোরে অনেকটা টর্নেডোর মত চলাচল করে, প্রায় সব কিছুই এর খাদ্য এবং খাবার অনুসন্ধান তার অন্যতম কাজ। এর কন্ঠ দিয়েছেন মেল বল্যাংক।