তিউনিসিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিউনিসিয়া (Arabic: تونس), সরকারী নাম তিউনিসীয় প্রজাতন্ত্র (الجمهرية التونسية), উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তিউনিস। এটি ভূমধ্যসাগরের তীরে অবথিত, এবং এটলাস পর্বতমালা অঞ্চলের সবচেয়ে পূর্বের ও সবচেয়ে ক্ষুদ্র দেশ। তিউনিসিয়ার পশ্চিমে আলজেরিয়া, দক্ষিণ-পূর্বে লিবিয়া। দেশটির ৪৫% জায়গা সাহারা মরুভূমিতে পড়েছে। বাকী অংশ অত্যন্ত উর্বর ও সমূদ্রের কাছে পড়েছে। উর্বরতা ও সমূদ্রের নৈকট্য প্রাচীন কাল থেকেই তিউনিসিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ফিনিসীয়দের শহর কার্থেজ এখানে অবস্থিত ছিল। পরবর্তীতে তিউনিসিয়া পরিচিত হয় রোমানদের আফ্রিকীয় প্রদেশ, যা রোমের শস্যভান্ডার হিসাবে খ্যাত ছিল। ধারণা করা হয় যে, তিউনিস নামটি বার্বার উপজাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ শৈলান্তরীপ (Promontory), অথবা রাত কাটাবার স্থান।
সূচিপত্র |