তিন গোয়েন্দা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিন গোয়েন্দা বাংলাদেশের সেবা প্রকাশনী হতে প্রকাশিত জনপ্রিয় একটি কিশোর গোয়েন্দা কাহিনী সিরিজ। রকিব হাসান এই বিখ্যাত সিরিজটির স্রষ্টা। এটি মূলতঃ তিনজন কিশোর গোয়েন্দার গল্প। কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড - এই তিন কিশোর বন্ধু বাস করে ক্যালিফোর্নিয়ার রকি বীচ শহরে। তাদের বিভিন্ন অ্যাডভেঞ্চারের কাহিনী নিয়ে তিন গোয়েন্দা সিরিজ। তবে তিন গোয়েন্দা পুরোপুরি মৌলিক কাহিনী নয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গোয়েন্দা কাহিনীর ছায়া অবলম্বনে রচিত। এর বিশেষ করে প্রথম দিকের বইগুলো রবার্ট আর্থার এর Three Investigators সিরিজ অবলম্বনে রচিত।আবার কিছু বই এনিড ব্লাইটনের ফেমাস ফাইভ অবলম্বনে রচিত।