ত্রিপিটক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ত্রিপিটক" বুদ্বের দর্শন এবং উপদেশের সংকলন। এটি কোরান বা বাইবেলের মত ঈশ্বরপ্রদত্ত ধর্মগ্রন্থ নয়। তবে বৌদ্ধ ধর্মের প্রধান অনুশাসন হিসাবে এটিকে গণ্য করা যায়। বুদ্ব কোনো গ্রন্থের মাধ্যমে উনার উপদেশাবলি রেখে যাননি। উনার মৃত্যুর পরে শিষ্যরা উপদেশগুলো ত্রিপিটক আকারে সংরক্ষন করেন।
ত্রিপিটককে তিনটি ভাগে ভাগ করা যায়:
- অভিধর্ম ত্রিপিটক
- বিনয় ত্রিপিটক
- সুত্ত ত্রিপিটক