দার্জিলিং জেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। ভারতের উত্তর পূর্বে এর অবস্থান। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। দার্জিলিং নেপালের পূর্বে, সিকিম এর দক্ষিণে এবং ভুটানের সামান্য দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এর খ্যাতি মূলত এর অনন্যসাধারণ চা বাগানগুলোর জন্য। যারা রেলগাড়ি চড়তে ভালবাসেন তাদের জন্য দার্জিলিং এর উপহার বিখ্যাত খেলনা ট্রেন। এই খেলনা ট্রেন আসলে এক ধরণের ন্যারো গজ বাষ্পীয় রেল গাড়ি। এটি সমতলের শিলিগুড়ি থেকে ছেড়ে ঘুম এবং দার্জিলিং এর পাহাড়ি এলাকায় গিয়ে যাত্রা শেষ করে। এই দার্জিলিং জেলার ই একটি শহর দার্জিলিং।
[সম্পাদনা] নামকরণ
দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে" ।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
পশ্চিমবঙ্গের জেলাসমূহ |
---|
কলকাতা • বর্ধমান • বাঁকুড়া • পুরুলিয়া • হুগলী • হাওড়া • উত্তর ২৪ পরগণা • দক্ষিণ ২৪ পরগণা • জেলা • দার্জিলিং • জলপাইগুড়ি • কোচবিহার • উত্তর দিনাজপুর • দক্ষিণ দিনাজপুর • মালদহ • মুর্শিদাবাদ • বীরভূম • পূর্ব মেদিনীপুর • পশ্চিম মেদিনীপুর |