দিমিত্রি মেন্ডেলিভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিমিত্রি মেন্ডেলিভঃ এই রুশ বিঞ্জানী মৌলিক পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম বিশ্লেষন করে সর্বপ্রথম সার্থক পর্য্যায় সারনী তৈরী করেন । তার সময়ে যে মৌলসমুহ আবিষ্কার হয়নি তিনি সেই মৌলসমুহের ভৌত ও রাসায়নিক ধর্ম সমন্ধে ভবিষ্যতবানী করে যান । পরে মৌলসমুহ আবিষ্কার হ্ লে তার ভবিষ্যতবানী মিলে যায় ।