দি রোড ওয়ারিয়র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দি রোড ওয়ারিয়র মেল গিবসন অভিনীত একটি অস্ট্রেলীয় চলচ্চিত্র। এটি ম্যাড ম্যাক্স সিরিজের ২য় ছবি। মহাপ্রলয়-পরবর্তী (Post apocalyptic) সময়ের সংগ্রাম ও আইন-শৃঙ্খলা বিহীন পরিস্থিতিতে মেল গিবসনের চরিত্র ম্যাক্স কিছু অভিযাত্রীকে মাস্তান বাহিনীর হাত থেকে রক্ষা করে। ১৯৮২ খ্রীস্টাব্দে ছাড়া এই চলচ্চিত্রটি মেল গিবসনকে সারা পৃথিবী জুড়ে খ্যাতি এনে দেয়।