দ্রুতি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দূরত্ব অতিক্রমের সময় হারকে বলে দ্রুতি (speed)। দ্রুতি একটি অদিক রাশি (স্কেলার), অর্থাৎ এর মান আছে কিন্তু দিক নেই। দূরত্বের সঙ্গে যদি তার দিকও নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন "অতিক্রান্ত দূরত্ব" হয়ে যায় সরণ ভেক্টর, এবং সরণের (অবস্থান পরিবর্তনের) হার হলো বেগ (velocity) যার মান দ্রুতির সমান। কিন্তু সদিক রাশি (ভেক্টর) হওয়াতে বেগের মান ও দিক দুই-ই আছে।