নন্টে ফন্টে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নন্টে ফন্টে বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্পী নারায়ন দেবনাথের দুই কাল্পনিক চরিত্র ।
[সম্পাদনা] বিবরণ
নন্টে ও ফন্টে দুই বন্ধু । তারা হোস্টেলে থাকে । হোস্টেলের মনিটর কেল্টুদার সঙ্গে তাদের খুবই রেষারেষি চলে নানা ব্যাপারে । কেল্টুদা তাদের জব্দ করতে চায় কিন্তু প্রত্যেকবার নিজেই জব্দ হয় । হোস্টেলে আছেন সুপারিন্টেনডেন্ট স্যার । নাদুস নুদুস চেহারার এই ব্যক্তি প্রায়ই প্রচন্ড জোরে আছাড় খান । বেশিরভাগ গল্পেই সুপারিন্টেন্ডেন্ট স্যারের কেল্টুদাকে তাড়া করার মধ্যে দিয়ে গল্প শেষ হয় ।
নন্টে ফন্টের গল্প নিয়ে টেলিভিশনে সিরিয়াল এবং অ্যানিমেশন তৈরি হয়েছে । নন্টে ফন্টের কমিকস দেব সাহিত্য কুটির থেকে খন্ডে খন্ডে প্রকাশিত হয়েছে ।