উইকিপেডিয়া:নিবন্ধ সুরক্ষার আবেদন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার প্রশাসন সংক্রান্ত পাতা সমূহ |
---|
সালিশ করার আবেদন | মধ্যস্থতার আবেদন | মন্তব্যের আবেদন | প্রশাসক হওয়ার আবেদন | নিবন্ধ সুরক্ষার আবেদন | প্রশাসকদের আলোচনাসভা | নিবন্ধ অপসারণের প্রস্তাবনা| ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন |
উইকিপিডিয়ার কোন নিবন্ধ ধ্বংস পরায়ন কোন ব্যক্তি দ্বারা অবাঞ্ছিত ভাবে ক্রমাগত পরিবর্তিত হলে সেটিকে সুরক্ষা করা হয়ে থাকে। এই সুরক্ষার কাজটি শুধুমাত্র প্রশাসকেরা করতে পারে। আপনি যদি মনে করেন যে, কোন নিবন্ধকে সুরক্ষিত করা প্রয়োজন, তাহলে নিম্নে আবেদন পেশ করুন।
সূচিপত্র |
[সম্পাদনা] আবেদন তালিকা
[সম্পাদনা] কী করে আবেদন পেশ করবেন
নতুন আবেদন যোগ করতে হলে এখানে ক্লিক করুন, এবং নিম্নের উদাহরণের মত আবেদন যোগ করুন।
- নিবন্ধের নাম / লিঙ্ক
- সুরক্ষা করার কারণ
- আপনার সাক্ষর
[সম্পাদনা] সুরক্ষার আবেদন
[সম্পাদনা] এল আর বি ও আইয়ুব বাচ্চু
— Sh lrb2003 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- কেনো সুরক্ষা চাইছেন? নিবন্ধ সুরক্ষা করা হয় সম্পাদনা নিয়ে বিতর্ক ও অতিরিক্ত revert এর সময়। এই নিবন্ধগুলিতে এরকম কিছু আছে বলে তো মনে হচ্ছেনা। অন্য কোনো কারণে নিবন্ধ সুরক্ষা করা হয় না। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৪৯, ১২ নভেম্বর ২০০৬ (UTC)
- নতুন আবেদন সবার শেষে যোগ করুন