উইকিপেডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার একটি মূলনীতি হল যেকোন নিবন্ধ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লিখতে হবে। অর্থাত্ নিবন্ধে বিষয়বস্তু সংক্রান্ত সমস্ত সংখ্যাগরিষ্ঠ ও গুরুত্বপূর্ণ-সংখ্যালঘিষ্ঠ মতামতের যথাযথ ও পক্ষপাতহীন প্রতিফলন ঘটবে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমবো ওয়েলস-এর মতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি উইকিপিডিয়ার একটি "পরম ও আপসহীন" ("absolute and non-negotiable"; [1]) মূলনীতি।
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে নির্দেশনার জন্য টিউটোরিয়াল দেখুন।
ভূমিকা
যেকোন নিবন্ধ পক্ষপাতহীনভাবে লিখতে হবে এবং সমস্ত সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ মতামতের উপযুক্ত প্রতিফলন ঘটাতে হবে --- এটিই হল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মূলনীতি।
এই মূলনীতিটি সহজেই ভুল বোঝার সম্ভাবনা রয়েছে। কোন নিবন্ধ কেবলমাত্র নির্দিষ্ট একটি পক্ষপাতহীন, নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি থেকেই লেখা সম্ভব - এই মূলনীতিটি সেটি বলছেনা। এর বদলে নীতিটি বলছেঃ কোন সম্পাদনাসংক্রান্ত সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের মতামতের উপযুক্ত প্রতিফলন ঘটাতে হবে, অর্থাত্ নিবন্ধটিতে এমন কোন কিছু লেখা বা ইঙ্গিত দেয়া যাবে না যাতে মনে হয় কেবলমাত্র একটি পক্ষের মতই সঠিক। উইকিপিডিয়াচারীরা সবাই মিলে পক্ষপাত এড়ানোর চেষ্টা করার সুযোগ পান বলেই উইকিপিডিয়া এতো ভিন্ন।
পক্ষপাতহীনভাবে লেখার জন্য অনুশীলনের প্রয়োজন। যাঁরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির শিল্পটি আয়ত্ত করেছেন, তাঁরা এ-সংক্রান্ত টিউটোরিয়াল তৈরীতে সাহায্য করতে পারেন।