উইকিপেডিয়া:নির্বাচিত নিবন্ধের গুণাবলী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হল এখানকার সেরা নিবন্ধ। তাই এসব নিবন্ধ নির্বাচনের সময় অবশ্যই কিছু নিয়ম/গুণ যাচাই করে নিতে হবে, যাতে করে নিবন্ধটি মানসম্মত কি না, তা অনুধাবন করা যায়।
- গুণাবলীর তালিকা
নির্বাচিত নিবন্ধ সমূহকে অবশ্যই নিম্নের গুণাবলীর অধিকারী হতে হবে -
- সুলিখিত, বিস্তারিত, নিরপেক্ষ, সঠিক/তথ্যসূত্র যুক্ত, এবং স্থিতিশীল হতে হবে।
- সুলিখিত মানে নিবন্ধের ভাষা চমৎকার হতে হবে।
- বিস্তারিত মানে, নিবন্ধে সংশ্লিষ্ট বিষয়ের সবকিছুই যথাযথ ভাবে ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ পেতে হবে।
- সঠিক অর্থ হল, নিবন্ধে বর্ণিত সকল তথ্য যাচাইযোগ্য হতে হবে। অবশ্যই সব তথ্যের জন্য তথ্যসূত্র দিতে হবে।
- নিরপেক্ষ অর্থ হল, নিবন্ধে অবশ্যই সকল পক্ষের মতামত প্রকাশ পেতে হবে। কোন নিবন্ধ পক্ষপাতদূষ্ট হলে চলবে না।
- স্থিতিশীল মানে, নিবন্ধে সম্পাদনা যুদ্ধ চলতে পারবে না।
- নিবন্ধটি অবশ্যই উইকিপিডিয়াতে প্রচলিত লিখন রীতি (Style) এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
- নিবন্ধের প্রথম প্যারাগ্রাফটি সম্পূর্ণ নিবন্ধের সংক্ষিপ্ত সারমর্ম হবে।
- নিবন্ধটি উপযুক্ত আকারের অনুচ্ছেদে বিভক্ত হতে হবে। কোন অনুচ্ছেদ খুব বড় হয়ে গেলে তার জন্য আলাদা নিবন্ধ শুরু করে সেই নিবন্ধের সারমর্মটি সংশ্লিষ্ট অনুচ্ছেদে দিতে হবে।
- নিবন্ধটি উপযুক্ত ক্যাটেগরিতে অবশ্যই সংযুক্ত থাকতে হবে।
- আকার - নিবন্ধ সমূহের আকার অবশ্যই গ্রহনযোগ্য হতে হবে। খুব ছোট বা খুব বড় হলে চলবে না।
- ছবি - নিবন্ধের যথাযথ স্থানে ছবি থাকা বাঞ্ছনীয়। ছবি অবশ্যই উপযুক্ত লাইসেন্সযুক্ত হতে হবে।