পান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি গাছ এর নাম। যার পাতাকে পান হিসেবে ডাকা হয়। এটি চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার হয়। বয়স্করা ও গ্রামে সাধারনত: বেশি প্রচলিত। শহর অঞ্চলে ও প্রচুর পান দোকান ও পান খাদক দেখা যায়। এর প্রভাবে দাঁত লাল কখনো কখনো কাল দাগ হয়ে যায়। অনেকে নেশার মত পান খায়। মূলত: এটিও একটি নেশা জাতীয় দ্রব্য।