পৌষ সংক্রান্তি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৌষ সংক্রান্তি বাঙালী সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙ্গালীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে খাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। এইদিন বাঙ্গালীরা সাড়া দিন ব্যাপি ঘুড়ি উড়ায়। এইদিন ঘুড়ি উড়ানোর জন্য তারা আগে থেকে ঘুড়ি বানিয়ে এবং সুতায় ধার দিয়ে প্রস্তুতি নেয়। সাড়া দিন ঘুড়ি উড়ানোব পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে।
শান্তিনিকেতন, কেন্দুলী ইত্যাদি জায়গায় এইদিনটিকে ঘিরে ঐতিহ্যময় পৌষ মেলা হয়। বাউল গান পৌষ মেলার অন্যতম আকর্ষণ।