উইকিপেডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Bellayet
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যাবহারকারী। বাংলা উইকিপিডিয়াতে আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত নতুন ব্যাবহারকারীদের স্বাগতম বার্তা দেওয়া সহ নতুন নিবন্ধ তৈরী, তথ্য সম্প্রসারণ , বিষয়শ্রেণী তৈরী-প্রয়োগ, ছবি যোগ সহ বিভিন্ন ধরণের সম্পাদনার কাজ করে আসছি। বর্তমানে আমার সম্পাদনার সংখ্যা ১৬৫০ এর উপরে। বর্তমানে আমি template এবং বিষয় শ্রেণী নিয়ে কাজ করছি। আমার templete এর মধ্যে template:স্বাগতম template:তথ্যছক-দেশ ও template:উইকিপ্রজাতি template:তথ্যছক-রাষ্ট্রপতি অন্যতম। আমার তৈরি প্রবেশদ্বারের মধ্যে প্রবেশদ্বার:ভূগোল অন্যতম। আমি বাংলা উইকিপিডিয়ার স্বার্থে এবং উন্নতির লক্ষ্যে কাজ করতে চাই। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হবার মাধ্যমে আমার সে কাজ কে আমি আরও সম্প্রসারণ করতে চাই।
আমার ইংরেজী উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম হল Bellayet.
--বেলায়েত ১৫:২৪, ১৬ মে ২০০৬ (UTC)
সমর্থন করি
- সমর্থন: তাঁর সম্পাদনার সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। বাংলা উইকিপিডিয়ার প্রথম উইকিপদক তিনি পেয়েছেন। নতুন ব্যবহারীগণ তাঁর শুভেচ্ছা পেয়ে অবশ্যই ভালো বোধ করেন। বাংলা উইকিতে তাঁর কোন ঋণাত্মক ব্যাপার নেই। আমি আশা করি প্রশাসক হলে তিনি বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করবেন।-mak ১৯:২৯, ১১ জুন ২০০৬ (UTC)
- সমর্থন: বাংলা উইকিপিডিয়াকে এই অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। আমার বেলায়েত ভাইএর প্রতি সমর্থন রয়েছে। আমি আশা করি প্রশাসক হলে তিনি বাংলা উইকিপিডিয়াকে আরো জনপ্রিয় করে তুলবেন।-আবির ১৪:১২, ২৪ জুন ২০০৬ (UTC)
- সমর্থন : বেলায়েত এপ্রিল ২ হতে এখন পর্যন্ত যথেষ্ট অবদান রেখেছেন। অভ্যর্থনা ও বিষয়শ্রেণী বিষয়ে তিনি নিয়মিত কাজ করে চলেছেন। বাংলা উইকিপিডিয়ার ৪র্থ প্রশাসক হওয়ার জন্য তাঁর এই আবেদন আমি সমর্থন করছি। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৮, ২৯ জুন ২০০৬ (UTC)
- সমর্থন : বেলায়েত বাংলা উইকিতে এখন পর্যন্ত যথেষ্ট অবদান রেখেছেন। তিনি নিয়মিত নতুন নিবন্ধ তৈরী,তথ্য সম্প্রসারণ ,বিষয়শ্রেণী তৈরী-প্রয়োগ সহ বিভিন্ন ধরণের সম্পাদনার কাজ করে চলেছেন। আমি বাংলা উইকিপিডিয়াতে প্রশাসক হওয়ার জন্য তাকে সমর্থন করছি। মুনিরুল মনসুর ১৯:১৩, ২৯ জুন ২০০৬ (UTC)
- সমর্থন: এই মুহুর্তে বাংলা উইকিপিডিইয়ার কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের বেলায়েত-এর মতো একনিষ্ঠ একজনকে প্রসাশক হিসেবে প্রয়োজন। আমি আশা করি অচিরেই তাকে আমরা প্রসাশক হিসেবে দেখতে পাব।রাজিবুল ১১:১৪, ৩ জুলাই ২০০৬ (UTC)
বিরোধিতা করি
নিরপেক্ষ'