উইকিপেডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Ragib
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবেদন সফল হয়েছে। এই পৃষ্ঠাটি একটি আর্কাইভ। দয়া করে এটি সম্পাদনা করবেন না।
[সম্পাদনা] ব্যবহারকারী:Ragib
এখানে ভোট দিন (০/০/০)
আমি ইংরেজি উইকিপেডিয়ার একজন প্রশাষক, এবং সেখানে বাংলাদেশ সংক্রান্ত প্রবন্ধ গুলো বহু দিন ধরে সম্পাদনা করি। আমি সেখানে অন্ততঃ এক শতর অধিক বাংলাদেশ সংক্রান্ত বিষয় শুরু করেছি। বাংলাদেশের মিডিয়া, বিশেষ করে প্রথম আলোর প্রতিবেদক এবং অন্যান্য দেরকে আমি বহুদিন ধরে বাংলা উইকিপেডিয়াকে জনপ্রিয় করার চেষ্টায় সংস্লিষ্ট করার চেষ্টা করে যাচ্ছি। আমি এখানে প্রশাসক হতে চাই যাতে করে ইংরেজি উইকিপেডিয়ার মত এখানেও আমি বাংলা ও বাংলাদেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারি।
আমার ইংরেজী উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম হল Ragib.
07:31, ২৭ মার্চ ২০০৬ (UTC)
সমর্থন করি
- সমর্থন: Ragib-এর যোগ্যতা ইংরেজী উইকিপিডিয়ায় প্রমাণিত। তার কোনো নেতিবাচক দিকের কথাও আমার জানা নেই। --- Zaheen 10:59, ২৯ মার্চ ২০০৬ (UTC)
বিরোধিতা করি
নিরপেক্ষ'