প্রফেসর শঙ্কু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের সৃষ্ট বাংলা শিশু সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র।
বিজ্ঞানী শঙ্কুর তাঁর নিত্যনতুন আবিষ্কার আর ভ্রমনের কাহিনী লিখে রাখেন ডায়েরীতে। বিভিন্ন অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী হন প্রতিবেশী অবিনাশবাবু বা বন্ধু সন্ডার্স বা ক্রোল কিংবা অন্য কেউ।
শঙ্কুকে নিয়ে লেখা বইগুলির মধ্যে আছেঃ
- প্রফেসর শঙ্কু
- মহাসঙ্কটে শঙ্কু
- শঙ্কু একাই ১০০
- সাবাস প্রফেসর শঙ্কু
- প্রফেসর শঙ্কুর কান্ডকারখানা