ফ্যাক্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্যাক্স ইংরেজি শব্দ FAX। কোন কাগজে লিখিত তথ্য অবিকৃত অবস্থায় দ্রুত তম সময়ে দুর দুরান্তে পাঠানোর পদ্ধতি। এটি মূলত: একটি যন্ত্রের নাম যার মাধ্যমে ফ্যাক্স করা যায়। টেলিফোন লাইন এ ফ্যাক্স যন্ত্র বসানোর মাধ্যমে এটি ব্যবহার হয়। টেলিফোন লাইনই এর তথ্য পরিবাহক । এটি টেলেক্স এর সমসাময়িক উদ্বাবন, টেলেক্স ও টেলিগ্রাম এখন ব্যবহার না হলেও এর ব্যবহার কমেনি বরং বৃ্দ্ধি পাচ্ছে।