ফ্রিডম্যানের নকশা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রিডম্যানের নকশা হলো মহাবিশ্বের স্থান-কালিক গঠন সংক্রান্ত একটি গাণিতিক নকশা। সাধারণ আপেক্ষিকতত্ত্ব(সৃষ্টিতত্ত্বীয় ধ্রুবককে বাদ দিয়ে) এবং সৃষ্টিতত্ত্বীয় নীতিকে ভিত্তি করেই এই নকশা প্রস্তাব করা হয়েছে। নকশাটির প্রবর্তক রুশ পদার্থ বিজ্ঞানী অ্যালেক্সান্ডার ফ্রিডম্যানের নামে এর নামকরণ করা হয়েছে।
এডুইন হাবল এর বেশ কয়েক বছর আগেই এই নকশার একটি অনুসিদ্ধান্ত হিসাবে ফ্রিডম্যান দেখান যে, মহাবিশ্ব সম্প্রসারনশীল।