বন্দে মাতরম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বন্দে মাতরম একটি বাংলা গান (অবশ্য এটিতে যথেষ্ট সংখ্যক সংস্কৃত শব্দ ব্যবহৃত হয়েছে)।সংস্কৃতে এর মানে হল "আমি মা-কে বন্দনা করি"। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে ব্যবহৃত এই বাক্য বন্দে মাতরম গানের প্রথম লাইন।
বন্দে মাতরম্, বন্দে মাতরম্।
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্
শস্য শ্যামলাং মাতরম্।
শুভ্রজ্যোত্স্না পুলকিতযামিনীম্
ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং সুমধুর ভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্॥
সপ্ত/(ত্রিংশ/কোটি) কোটি কণ্ঠ কলকলনিনাদ করালে
" কোটি ভুজৈর্ধৃতখরকরবালে
কে বলে মা তুমি অবলে
বহুবলধারিণীং নমামি তারিণীম্
রিপুদলবারিণীং মাতরম্॥
"বন্দে মাতরম" বাক্য পরে ভারতের স্বধীনতা আদোলনের মন্ত্র ও "স্লোগান" হয়ে ওঠে।