বল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যে কারণ কোন স্থির কিংবা গতিশীল বস্তুতে ত্বরণ সণ্চার করে তাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বল বলে। বল একটি ভেক্টর রাশি। এস আই পদ্ধতিতে এর একক নিউটন। বিজ্ঞানী আর্কিমিডিস প্রথমবারের মত বলের ধারণা দেন। বলের গাণিতিক ব্যাখ্যা দেন স্যার আইজাক নিউটন।
প্রকৃতিতে বিভিন্ন প্রকার বলের প্রভাব দেখা যায়। যেমন:
- কুলম্ব বল
- মহাকর্ষ বল
- চৌম্বক বল
- ঘর্ষণ বল
- কেন্দ্রাতিগ বল
- স্প্রিং বল
- টান
ঘুরে ফিরে এ সব বলই চারটি মৌলিক বলের একক কিংবা যৌথ প্রকাশ। বলগুলি হল মহাকর্ষ বল, তাড়িতচৌম্বক বল, সবল নিউক্লীয় বল এবং দুর্বল নিউক্লীয় বল।