বাংলাদেশের জাতীয় প্রতীক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয় ১৯৭১ সালে, স্বাধীনতার অব্যবহিত পরে। বাঙলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্র রয়েছ পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। ধানের শীষের এবং শাপলার উপরে দৃপাশে দুটি দুটি করে চারটি তারকা চিহ্ন রয়েছে। শাপলা ফুলের ঠিক উপরে রয়েছে পাটের তিনটি পাতা।