বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন বাংলাদেশের শৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের একটি সংগঠন। বাংরাদেশের সকল পরিমন্ডলে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয়করণ এবং সেখানে শৌখিন জ্যোতির্বিদ্যার ক্ষেত্র সম্প্রসারণই এর মূল উদ্দেশ্য। জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান বিষয়ক তথ্য সংগ্রহ থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাথমিক কর্মশালা আয়োজনের মত অনেক কর্মকান্ড পরিচালনা করে এই সংগঠনটি।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
শৌখিন জ্যোতির্বিজ্ঞানী মশহুরুল আমিন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।
[সম্পাদনা] কার্যক্রম
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন নিয়মিতভাবে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প পরিচালনা, ছোটদের জন্য বিজ্ঞান মেলা, সূর্য উৎসব, জ্যোতির্বিজ্ঞান বিষঙক চলচ্চিত্র প্রদর্শনীসহ সারা বছরই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন কর্তৃক পরিচালিত কিছু উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মহাকাশ উৎসব স্পেসফেস্ট- ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩
- ১৯৯৭ সালে শতাব্দীর ধূমকেতু হেল-বপ পর্যবেক্ষণের আয়োজন
- ২০০৩ সালে দেশব্যাপী মঙ্গলগ্রহ পর্যবেক্ষণের আয়োজন
[সম্পাদনা] প্রকাশনা
[সম্পাদনা] পরিসংখ্যান
[সম্পাদনা] সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ
সভাপতি | সাধারণ সম্পাদক | ||
নাম | কার্যকাল | নাম | কার্যকাল |
আফরোজা নাজনীন | ১৯৮৮-৮৯ | মশহুরুল আমিন | ১৯৮৮-৯৭ |
সৈয়দ সামিবুল ইসলাম | ১৯৮৯-৯৫ | মোনালিসা রহমান | ১৯৯৭-২০০০ |
ড. মফিজ উদ্দিন আহমেদ | ১৯৯৫-৯৬ | মশহুরুল আমিন | ২০০০-০৪ |
মিজানুর রহমান শাওন | ১৯৯৬-৯৭ | নিশাত মজুমদার | ২০০৪- |
সৈয়দ আশরাফউদ্দিন | ১৯৯৭-৯৯ | ||
তাসলিমা গুলনার | ১৯৯৯-২০০০ | ||
মিজানুর রহমান শাওন | ২০০০-০২ | ||
ইনাম আল হক | মার্চ ০২-মার্চ ০২ | ||
মিজানুর রহমান শাওন | ২০০২-০৪ | ||
সুজন কুমার দেব | ২০০৪-০৫ | ||
ড. আরশাদ মোমেন | ২০০৫- |