ব্রজেন দাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রজেন দাস (১৯২৭-১৯৯৮) একজন বাংলাদেশী সাঁতারু। তিনি প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ খ্রীস্টাব্দের ১৮ আগস্ট তিনি এই কৃতীত্ব অর্জন করেন।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
ব্রজেন দাসের জন্ম মুন্সিগঞ্জ জেলার ঐতিহাসিক বিক্রমপুর এলাকার কুচিয়ামোড়া গ্রামে। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্রজেন ঢাকার কে এল জুবিলি হাই স্কুল থেকে ১৯৪৬ খ্রীস্টাব্দে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও বিএ পাস করেন। ছেলেবেলা থেকেই সাঁতারে তাঁর দারুন উৎসাহ ছিল। সাঁতারে হাতে খড়ি হয় বুড়িগঙ্গা নদীতে সাঁতার কেটে।
[সম্পাদনা] ইংলিশ চ্যানেল অতিক্রম
১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট ২৩ টি দেশ অংশ নেয়। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ই আগস্ট প্রায় মধ্যরাতে প্রতিযোগিতা শুরু হয় ফ্রন্সের তীরে। প্রচন্ড প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে পরদিন বিকেলবেলায় প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড তীরে এসে পৌছান ব্রজেন দাস।
ব্রজেন দাস সর্বমোট ছ'বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন: ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬১ সালে। ১৯৬১ সালে ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েন।
[সম্পাদনা] পুরস্কার
- ১৯৯৯: স্বাধীনতা দিবস পুরস্কার, বাংলাদেশ (মরণোত্তর)
- ১৯৭৬: জাতীয় ক্রীড়া পুরস্কার, বাংলাদেশ
- ১৯৫৮: প্রাইড অফ পারফরমেন্স, পাকিস্তান সরকার