ব্রাজিলের কমিউনিস্ট পার্টি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রাজিলের কমিউনিস্ট পার্টি (Partido Comunista do Brasil) ব্রাজিলের একটি সাম্যবাদী দল। এই দলটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। দলটির সভাপতি হলেন জোসে রেনাটো রাবেলো । দলটি Vermelho নামক পত্রিকা প্রকাশ করে থাকে। দলটির তরুণ সংগঠন হল União da Juventude Socialista । ২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১ ৯৬৭ ৮৩৩ ভোট পেয়েছিল (২.২%, ১২টি আসন) ।