ময়নামতি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ । প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ ।
ময়নামতি প্রত্নস্থলের কিছু উল্লেখ যোগ্য স্থাপনা হল :
- কুটিলা মুড়া,
- ইটাখোলা মুড়া,
- রূপবান মুড়া,
- চারপত্র মুড়া,
- শালবন বিহার
- ওয়ার সেমেট্রি