আলাপ:মহাকর্ষ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য আছে। মহাকর্ষ = gravitation, অভিকর্ষ = gravity. --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- I am not clear of the difference between gravitation and gravity. You mean gravitation is the phenomena and gravity is a specific gravitational foeld of a celestial object? -- user:Dr.saptarshi24.7.150.95 ১৯:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
-
- সপ্তর্ষিদা, আমি যা পড়ে এসেছি ক্লাসে, মহাকর্ষ হচ্ছে (তার নাম যা ইন্ডিকেট করে) জেনারেল ঘটনাটা। অভিকর্ষ বলা হয় শুধু পৃথিবীর ক্ষেত্রে। g আসবে অভিকর্ষ আলোচনায়, মহাকর্ষে না। অভিকর্ষে বিভব শক্তি (পোটেনশিয়াল) হবে mgh, মহাকর্ষে -GM/r, খেয়াল করে দেখুন এদের রেফারেন্স পয়েন্ট পর্যন্ত ভিন্ন। অভিকর্ষে পৃথিবী পৃষ্ঠ, মহাকর্ষে অসীম দূরে কোন বিন্দু। পরিষ্কার? --ইমাম তাশদীদ উল আলম ২১:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
আমি অভিকর্ষকে স্বয়ংসম্পূর্ণ নিবন্ধ বানিয়েছি, ওখানে ঠিকমত সংজ্ঞাটি দিয়ে দিন। --রাগিব (আলাপ | অবদান) ২১:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)