মাকড়শা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আটটি পা ওয়ালা অ্যারাকনিডা শ্রেণীর সন্ধিপদ। এদের মাথা ও বুক একসাথে জুড়ে সেফালোথোরাক্স বা মস্তক-বক্ষ গঠন করে।
১. চার জোড়া সন্ধিযুক্ত পা
২.মস্তক-বক্ষ
৩.উদর
অনেক রকম মাকড়শা হয়, কেউ জাল বোনে, কেউ লাফিয়ে শিকার ধরে। সব মাকড়শার একজোড়া বিষগ্রন্থী আছে। এদের অনেকের কামড় খুব বিষাক্ত। তবে সবাই প্রাণঘাতী নয়।
মাকড়সারা প্রথম স্থলচর প্রাণীদর অন্যতম। অপেক্ষাকৃত প্রাচীন মাকড়সারা নিঃসঙ্গ শিকারী - এরা জাল বোনে না। লাফিয়ে শিকার ধরে। এদের চেনার উপায় হল নীচদিকে বাকা দাঁড়া যা সোজা উপরনিচ নড়ে।
জালবোনা মাকড়শারা অপেক্ষাকৃত অর্বাচীন।
কয়েকটি বিখ্যাত বিষাক্ত মাকড়শা:
- টারান্টুলাস (বিষ মানুষের ক্ষতি করেনা)
- কৃষ্ণবর্ণ বিধবা মাকড়শা