মীর মশাররফ হোসেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ১৯১২) কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর লেখাপড়ার জীবন কাটে প্রথমে কুষ্টিয়া,পরে ফরিদপুরের পদমদী ও শেষে কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে। তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। তিনি কিছুকাল কলকাতায় বসবাস করেন।
মীর মশাররফ হোসেন তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস,নাটক,প্রহসন,কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। সাহিত্যরস সমৃধ গ্রন্থ রচনায় তিনি বিশেষ কৃতিত্ব দেখান। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে লেখা উপন্যাস বিষাদসিন্ধু তাঁর শ্রেষ্ঠ রচনা। তাঁর সৃষ্টিকর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে।
মীর মশাররফ হোসেন ১৯১২সালে পরলোকগমন করেন।
[সম্পাদনা] রচনাবলী
এখন পর্যন্ত মশাররফ হোসেনের মোট ৩৬ টি বইয়ের সন্ধান পাওয়া যায়। প্রকাশের তারিখ অনুসারে সেগুলো নিম্মরুপঃ
প্রকাশের তারিখ | বইয়ের নাম | ধরন | অন্যান্য তথ্য |
---|---|---|---|
সেপ্টেম্বর,১৮৬৯ (৩০ শ্রাবণ,১২৭৬) | রত্নবতী | গল্প | গদ্যে রচিত প্রথম বাঙ্গালী মুসলমান রচিত গল্প |
জানুয়ারী, ১৮৭৩ (পৌষ, ১২৭৯) | গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু | কবিতা | |
ফেব্রুয়ারী, ১৮৭৩ (১৫ মাঘ, ১২৭৯) | বসন্তকুমারী নাটক | নাটক | |
মে, ১৮৭৩ (চৈত্র, ১২৭৯) | জমীদার দর্পণ | নাটক | |
১৮৭৫ | এর উপায় কি? | প্রহসন | |
মে, ১৮৮৫ (১২৯১) | বিষাদ সিন্ধু মহরম পর্ব | উপন্যাস | |
অগাস্ট, ১৮৮৭ (শ্রাবণ,১২৯৪) | বিষাদ সিন্ধু উদ্ধার পর্ব | উপন্যাস | |
মার্চ, ১৮৯১ (১২৯৭) | বিষাদ সিন্ধু এজিদ-বধ পর্ব | উপন্যাস | |
১৮৮৭ (১২৯৪) | সঙ্গীত লহরী, ১ম খন্ড | গান | |
মার্চ, ১৮৮৯ (২৫ ফাল্গুন, ১২৯৫) | গো-জীবন | প্রবন্ধ | |
জুন, ১৮৮৯ (৭ আশ্বিন, ১২৯৬) | বেহুলা গীতাভিনয় | নাটক | গদ্যে পদ্যে রচিত |
অগাস্ট, ১৮৯০ (১২৯৭) | উদাসীন পথিকের মনের কথা | উপন্যাস | |
জানুয়ারী, ১৮৯৭ | তহমিনা | উপন্যাস | জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ-এপ্রিল (একত্রে) এই তিন সংখ্যা মাসিক 'হাফেজ' পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসটি সমাপ্ত কি না বা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে কি না জানা যায় নি। |
মার্চ-এপ্রিল, ১৮৯৭ | টালা অভিনয় | প্রহসন | 'হাফেজ' পত্রিকার মার্চ-এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয় |
ডিসেম্বর, ১৮৯৮ | নিয়তি কি অবনতি | নাটক | ১৮৯৮ সালের ডিসেম্বর সংখ্যা (১ম বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা) এবং ১৮৯৯ সালের জুন সংক্যার (২য় বর্ষ, ২য় সংখ্যা) 'কোহিনুর' পত্রিকায় প্রকাশিত হয়। নাটকটি সম্পুর্ণ হয়েছিল কি না বা গ্রন্থাকারে বের হয়েছিল কি না জানা নেই |
১৮৯৯ (১৫ আশ্বিন, ১৩০৬) | গাজী মিয়াঁর বস্তানী | নক্সা | |
১৮৯৯ | ভাই ভাই এইত চাই | প্রহসন | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৮৯৯ | ফাস কাগজ | প্রহসন | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৮৯৯ | এ কি? | প্রহসন | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৮৯৯ | পঞ্চনারী পদ্য | কবিতা | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৮৯৯ | প্রেম পারিজাত | গদ্য রচনা | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৮৯৯ | রাজিয়া খাতুন | গদ্য রচনা | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৮৯৯ | বাঁধা খাতা | প্রহসন | গা.মি.ব. বইয়ে বিজ্ঞাপন দিয়ে প্রকাশের সংবাদ দেয়া হয়েছিল |
১৯০৩ | মৌলুদ শরীফ | ধর্ম বিষয়ক | গদ্যে-পদ্যে রচিত ধর্ম্মোপদেশ |
অক্টোবর, ১৯০৩ | মুসলমানের বাংলা শিক্ষা, ১ম ভাগ | স্কুল পাঠ্য | |
মে, ১৯০৫ (২ বৈশাখ, ১৩১২) | বিবি খোদেজার বিবাহ | কাব্য | |
অগাস্ট, ১৯০৫ (১ শ্রাবণ, ১৩১২) | হজরত ওমরের ধর্ম্মজীবন লাভ | কাব্য | |
সেপ্টেম্বর, ১৯০৫ | হজরত বেলালের বেলালের জীবনী | কাব্য | |
নভেম্বর, ১৯০৫ (কার্ত্তিক, ১৩১২) | হজরত আমীর হামজার ধর্ম্মজীবন লাভ | কাব্য | |
ডিসেম্বর, ১৯০৬ (১৩১৩) | মদিনার গৌরব | কাব্য | |
জুলাই, ১৯০৭ (২৫ আষাঢ়, ১৩১৪) | মোসলেম বীরত্ব | কাব্য | |
অগাস্ট, ১৯০৮ | এসলামের জয় | গদ্য রচনা | |
মে, ১৯০৮ | মুসলমানের বাংলা শিক্ষা, ২য় ভাগ | স্কুল পাঠ্য | |
ডিসেম্বর, ১৯০৮ | বাজীমাৎ | নক্সা | কবিতায় রচিত নক্সা |
১৯০৮~১৯১০ | আমার জীবনী, ১ম খন্ড | আত্মজীবনী | |
১৯০৮ | হজরত ইউসোফ | গল্প | আমার জীবনীর প্রথম খন্ডে যন্ত্রস্থ বলে বিজ্ঞাপিত হয়েছে। |
? | খোতবা | গদ্য রচনা | ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্য সাধক চরিত মালা পুস্তকে বইটির কথা উল্লেখ করেছেন কিন্তু কোন বিবরন দেননি। |
মে, ১৯১০ (১১ চৈত্র, ১৩১৬) | আমার জীবনীর জীবনী কুলসুম-জীবনী | আত্মজীবনী |