আলাপ:মুহাম্মদ ইউনূস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয় মুন্তাসির, গ্রামীণ না? --ইমাম তাশদীদ উল আলম ১৯:০৫, ১৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] এইটি কি?
মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী নিবন্ধ কি এইটি http://en.wikipedia.org/wiki/Middle_Tennessee_State_University ? --mak ১৮:৫৬, ১৩ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা] জীবনী
ডঃ ইউনুসের জীবনীর বিস্তারিত তথ্য পাওয়া যাবে আজকের প্রথম আলোতে (অক্টোবর ১৪), "খোলা কলম" পাতায়। ওখান থেকে বিস্তারিত তথ্য সূত্র-উল্লেখ-পূর্বক যোগ করুন। আমি ইংরেজি উইকিতে কিছু যোগ করেছি।
ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রথম আলোতে ডঃ ইউনুসের পুরস্কার (প্রথম পাতা হতে) সম্পর্কে নিবন্ধের শেষে দেখলাম, তথ্য সূত্র হিসাবে উইকিপিডিয়া ও গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটের কথা বলা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এর কাছে উইকিপিডিয়ার অবস্থান আস্তে আস্তে বাড়ছে। আর আমরা এখানে যা যোগ করবো, তা সারা বিশ্বের মানুষ আজ পড়ছে, এর মতো গৌরবের ব্যাপার কমই আছে। --রাগিব (আলাপ | অবদান) ২৩:৪৫, ১৩ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা] ইন্টারউইকি
wow, খেয়াল করে দেখলাম, ২৬টি ভাষায় এটা অনুবাদ হয়েছে। গত কয়েকদিনে অনেক গুলি ভাষাতেই এটা যোগ হয়েছে। এখানে যারা তথ্য যোগ করছে, তাঁরা পারলে একটু ইংরেজি উইকির নিবন্ধটাকেও কোনো ভাবে আরো সমৃদ্ধ করা যায় কিনা, তা দেখুন। অন্য ভাষাতে কিন্তু ওখান থেকেই অনুবাদ করে নিচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ১৩:১১, ১৫ অক্টোবর ২০০৬ (UTC)