মোহামেডান স্পোর্টিং ক্লাব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের একটি জনপ্রিয় ক্রীড়া সংগঠন।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] অর্জন
[সম্পাদনা] ফুটবল
১৯৫৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দলটি ১৫ বার শিরোপা লাভ করে। একই সময়ে তারা ১২ বার রানার্স আপ হয়। ঢাকা মেট্রোপলিটন ফুটবল লীগ ১৯৯৩ এ তার বিজয়ী হয় এবং স্বাদীনতা কাপে(১৯৫৭-১৯৬৬) ৫ বার জয়লাভ করে। ফেডারেশন কাপ ফুটবলে দলটি ৫ বার শিরোপা লাভ করে। ১৯৮২ সালে কলকাতার দূর্গাপুরে অনুষ্ঠিত আশীষ-জব্বার শীল্ড টুর্নামেন্ট এ তারা চ্যাম্পিয়ন হয়। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে ১৯৫৯, ১৯৬৪, ১৯৬৮ সালে চ্যাম্পিয়ন ও ১৯৬৬, ১৯৬৭, ১৯৭৬ সালে রানার্স আপ হয়।
[সম্পাদনা] ক্রিকেট
ঢাকা ক্রিকেট লীগে মোহামেডান একটি শক্তিশালী দল। দল টি দামাল সামার ক্রিকেট লীগে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছিল।
[সম্পাদনা] অন্যান্য
পরপর ৩ বার (১৯৬৭-১৯৬৯) সালে দলটি ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয়।