রবার্ট ফিস্ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট ফিস্ক (জন্ম ১৯৪৬, মেইড্স্টোন, কেন্ট) (Robert Fisk) যুক্তরাজ্যের খ্যাতনামা সাংবাদিক। তিনি দৈনিক ইন্ডেপেন্ডেন্ট পত্রিকার জন্যে নিয়মিত লিখে থাকেন। ফিস্ক আন্তর্জাতিক সাংবাদিকতার অঙ্গনে বিশেষ খ্যাতি লাভ করেছেন। তিনি বহু বছর যাবত মধ্যপ্রাচ্য সংকটের উপর লিখছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির শীর্ষস্থানীয় সমালোচকদের অন্যতম।