রামমোহন রায়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামমোহন রায়, অথবা রাজা রাম মোহন রায় লেখা হয় রাজা রামমোহন রায় (মে ২২, ১৭৭২ – সেপ্টেম্বর ২৭, ১৮৩৩) প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষা ক্ষেত্রে তিনি উল্ল্যেযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি সবচেয়ে বেশী বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হত।
রাম মোহন রায় ১৮৩১ সালে মুঘল সাম্রাজ্যের দূত হিসেবে যুক্তরাজ্য ভ্রমণ করেন, তিনি ফ্রান্স ও পরিদর্শন করেছিলেন। ১৮৩৩ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টলের কাছে স্টেপলেটনে মৃত্যুবরণ করেন। ব্রিস্টলে আরনস ভ্যাল সমাধীস্থলে তাকে কবর দেয়া হয়। ১৯৯৭ সালে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তি স্থাপন করা হয়।
বিষয়
বাংলার ইতিহাস • ব্রিটিশ রাজ • বাংলা সাহিত্য • বাংলা কবিতা • বাংলা সঙ্গীত • ব্রাহ্ম সমাজ • এশিয়াটিক সোসাইটি • ফোর্ট উইলিয়াম কলেজ • ইয়ং বেঙ্গল সোসাইটি • ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েসন • স্বদেশী • সত্যাগ্রহ • তত্ত্ববোধিনী পত্রিকা • সুলভ সমাচার • আনন্দ বাজার পত্রিকা • জোড়াসাঁকোর ঠাকুর পরিবার • রবীন্দ্র সঙ্গীত • শান্তিনিকেতন • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় • কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র • বঙ্গীয় সাহিত্য পরিষদ • সংবাদ প্রভাকর
ব্যক্তিত্ব
রাজা রামমোহন রায় • রামকৃষ্ণ পরমহংস • ডিরোজিও • দেবেন্দ্রনাথ ঠাকুর • কেশব চন্দ্র সেন • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন • মাইকেল মধুসূদন দত্ত • রাজনারায়ণ বসু • দ্বারকানাথ গাঙ্গুলী • অক্ষয় কুমার দত্ত • হরিশ চন্দ্র মুখার্জী • শম্ভূনাথ পণ্ডিত • দ্বারকানাথ বিদ্যাভূষণ • কাদম্বিনী গাঙ্গুলী • অঘোর নাথ গুপ্ত • গিরিশ চন্দ্র সেন • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • শ্রী অরবিন্দ • স্বামী বিবেকানন্দ • রবীন্দ্রনাথ ঠাকুর • কাজী নজরুল ইসলাম • সত্যেন্দ্রনাথ ঠাকুর • রাম চন্দ্র বিদ্যাবাগীশ • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী