রিপ ভ্যান উইঙ্কল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিপ ভ্যান উইঙ্কল (Rip Van Winkle) ওয়াশিংটন আর্ভিং রচিত ছোট গল্প। গল্পটি ১৮১৯ সালে আর্ভিং রচিত গ্রন্থ দ্য স্কেচ বুক অব জেফ্রি ক্রেয়ন(The Sketch Book of Geoffrey Crayon)-এ প্রকাশিত হয়। পরবর্তীতে এই গল্প থেকে চলচ্চিত্র নির্মিত হয়।