রুমানা রশিদ ঈষিতা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুমানা রশিদ ঈষিতা বাংলাদেশের জনপ্রিয় শিল্পী। নতুন কুঁড়ি টিভি অনুষ্ঠানে শিশু শিল্পী হিসেবে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। নতুন কুঁড়িতে ফালানি নামের এক গরীব মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ততকালীন স্বৈরশ্বাসক এরশাদ-কে কাঁদিয়ে ছাড়েন। এরপর তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।