রোমান ক্যাথলিক চার্চ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমান ক্যাথলিক চার্চ খ্রিস্ট ধর্মের বৃহত্তম চার্চ,[১] যা পোপের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করে। যিশু ও তার দ্বাদশ শিষ্য (Twelve Apostles) প্রবর্তিত প্রথম ও অবিভক্ত খ্রিস্টান সম্প্রদায় থেকে শুরু করে নিরবচ্ছিন্ন প্রেরিতপুরুষপরম্পরার (Apostolic Succession) মাধ্যমে এই চার্চ এখন পর্যন্ত টিকে আছে। চার্চের পরিসংখ্যান বর্ষপঞ্জি অনুযায়ী ২০০৪ সালের শেষ নাগাদ এই চার্চের সদস্য সংখ্যা ১০৯,৮৩,৬৬,০০০ জন বা প্রতি ৬ জন মানুষের মধ্যে প্রায় একজন।[২] গির্জার বিধান (Canon law) অনুযায়ী যারা অপ্সুদীক্ষা গ্রহণ করেছেন (baptized) অথবা ধর্মীয় পেশায় নিয়োজিত হয়ে ক্যাথলিক চার্চ দ্বারা গৃহীত হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সদস্যপদ ত্যাগ করেন নি, তারাই ক্যাথলিক চার্চের সদস্য।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ধর্মের প্রধান ভাগসমূহ. adherents.com. Retrieved on 2006-07-19.
- ↑ চার্চের পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০০৪ (ISBN 88-209-7817-2)