লিমেরিক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিমেরিক(limerick) ইংরেজী শব্দ। শব্দটি ইংরেজী ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে। লিমেরিক পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী। সাধারণত ৫ টি চরণে হয়। মিলের বিন্যাস : ক ক খ খ ক। ৩য় ও ৪র্থ পঙ্ক্তি অন্যগুলোর চেয়ে মাপে ছোট হয়। ইংরেজী নার্সারী রাইম থেকে এর উৎপত্তি। সাধারণত লিমেরিকের বক্তব্য অর্থবোধক হয় না।
বাংলা একটি লিমেরিকঃ-
তাতীর বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা।
খায় দায়,
গান গায়,
তাইরে নাইরে না