লুই ইয়েল্ম্স্লেভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুই ইয়েল্ম্স্লেভ (আইপিএ:[lui ˈjɛlˀmslɛʊ̯ˀ]) (৩রা অক্টোবর, ১৮৯৯ - ৩০শে মে, ১৯৬৫) একজন ডেনীয় ভাষাবিজ্ঞানী। তাঁর কাজের ওপর ভিত্তি করে ভাষাবিজ্ঞানের কোপেনহেগেন ধারার আবির্ভাব ঘটে। তিনি কোপেনহেগেন, প্রাগ ও প্যারিসে তুলনামূলক ভাষাবিজ্ঞান অধ্যয়ন করেন। ১৯৩১ সালে তিনি Cercle Linguistique de Copenhague প্রতিষ্ঠায় সাহায্য করেন। হান্স-ইয়র্গেন উলডাল-এর সাথে তিনি Glossematik (ইং. Glossematics; বাং. শব্দপরিসংখ্যান) নামে ভাষার একটি নতুন তত্ত্ব প্রবর্তন করেন।