শহীদুল্লাহ কায়সার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদুল্লাহ কায়সার (ফেব্রুয়ারি ১৬, ১৯২৬ - ডিসেম্বর ১৪, ১৯৭১) একজন বাঙালি লেখক ও বুদ্ধিজীবী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষলগ্নে তিনি পাকিস্তান সেনাবাহিনী ও তার স্থানীয় সহযোগী আল-বদরের হাতে অপহৃত হন। ধারণা করা হয় যে, অপহরণকারীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন।
সূচিপত্র |
[সম্পাদনা] শৈশবকাল ও পড়ালেখা
শহীদুল্লাহ কায়সার ১৯২৬ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনী জেলার মাজুপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর প্রকৃত নাম ছিলো নাইম মুহাম্মদ শহীদুল্লাহ। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি অর্থনীতিতে সম্মাননা সহ স্নাতক ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হন, কিন্তু ডিগ্রী লাভ করার আগেই পড়াশোনার সমাপ্তি ঘটান।
[সম্পাদনা] রাজনৈতিক ভূমিকা
শহীদুল্লাহ কায়সার সমসাময়িক রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বামরাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন।
[সম্পাদনা] সাহিত্যকর্ম
- সংশপ্তক, উপন্যাস (১৯৬৪)
- সারেঙবৌ, উপন্যাস
[সম্পাদনা] পুরষ্কার তালিকা
- আদমজী সাহিত্য পুরষ্কার (১৯৬২)
- বাংলা একাডেমী পুরষ্কার (১৯৬২)
[সম্পাদনা] মৃত্যু
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর কজন সদস্য তাঁকে তাঁর বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি।