Category talk:সাম্যবাদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] পুরনো আলোচনা
কমিউনিজম-এর বাংলা আছেঃ সাম্যবাদ। --অর্ণব (আলাপ | অবদান) ০০:৩০, ৭ আগস্ট ২০০৬ (UTC)
- কিন্তু কমিউনিজম অতি প্রচলিত শব্দ। কমিউনিস্ট শব্দটি এখন প্রায় বাংলা ভাষার অংশ হিসাবেই তো ব্যবহৃত হয়। --রাগিব (আলাপ | অবদান) ০০:৫৬, ৭ আগস্ট ২০০৬ (UTC)
- আমরা যারা কথায় কথায় বাংলিশ বলি, তাদের কাছে ডেমোক্রেসিও বাংলায় অতিপ্রচলিত শব্দ। কিন্তু বাংলায় মানসম্মত লেখার ক্ষেত্রে আমরা গণতন্ত্র prefer করি। একই যুক্তিতে সাম্যবাদ preferable। সাম্যবাদ একটি বহুল ব্যবহৃত ও অনেক দিন ধরে প্রচলিত পরিভাষা; আপনি হয়ত পরিচিত নন। --অর্ণব (আলাপ | অবদান) ০১:৫৭, ৭ আগস্ট ২০০৬ (UTC)
- "কমিউনিস্ট" প্রসঙ্গেঃ এটার প্রচলন মূলত বিভিন্ন রাজনৈতিক পার্টির ইংরেজি নাম থেকে। কিন্তু যখন আমরা সাম্যবাদী রাজনৈতিক ধারাটিকে নৈর্ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে একটি বাংলা বিশ্বকোষে অন্তর্ভুক্ত করব, তখন এসব Label-এর ব্যাপারে আমাদের নীতি হওয়া উচিত (একই ধারণার ইংরেজি-বাংলা দুটি সংস্করণ থাকলে) বাংলাকে রাধান্য দেওয়া। "পলিটিক্স" ও "পলিটিশিয়ান" বাংলায় বহুল ব্যবহৃত শব্দ, কিন্তু আমরা "রাজনীতি" ও "রাজনীতিবিদ"-ই এই বিশ্বকোষে prefer করব - এটা আমার ব্যক্তিগত মতামত। --অর্ণব (আলাপ | অবদান) ০২:০৬, ৭ আগস্ট ২০০৬ (UTC)