সিলভেস্টার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুনি টুনস ও মেরি মেলোডি কার্টুন সিরিজের একটি চরিত্র। এটি ওয়ার্নার ব্রাদারস এর পন্য। এর কন্ঠ দিয়েছেন মেল ব্ল্যাংক, যিনি ড্যাফি ডাক এর ও কন্ঠ দাতা। লাইফ উইথ অ্যা ফেদারস (১৯৪৫)এ প্রথম আবির্ভাব। টুইটি বার্ড প্রধান প্রতিপক্ষ, অন্য প্রতিপক্ষরা হল, স্পিডি গঞ্জালেস, হিপেটি হপার ও লুনি টুনসের অন্যান্য চরিত্র। এর একটি ছেলে চরিত্র ও আছে, যার নাম সিলভেস্টার জুনিয়র।