সিলাকান্থ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীবন্ত জীবাশ্ম মাছ Latimeria chalumnae ও তার জাতভাইরা (সিলাকান্থিফরমেস পরিবার)।
সিল (Coel)=ফাঁপা অ্যাকন্থো= কাঁটা (spine)
ফসিল প্রমাণ অনুসারে ক্রিটেসাস বিলুপ্ত মনে করা হলেও দক্ষিণ আফ্রিকার চালুমনা নদীর মোহনায় স্থানীয় যাদুঘরের কিউরেটর মিস ল্যাটিমার জীবিত সিলাকান্থ পুনরাবিষ্কার করেন।
- প্রাচীনম চোয়ালযুক্ত মাছ
- কয়েকটিমাত্র জীবিত পায়ের মত অস্থিযুক্ত পাখনাবিশিষ্ট (lobe-finned) মাছেদের অন্যতম
- পুচ্ছপাখনা তিনভাগে বিভক্ত।
- করোটি অস্থিসন্ধিযুক্ত।
- আঁশ কসময়েড ধরণের।
- বায়ু শ্বাস নেওয়া লাংফিসদের নিকটাত্মীয়।