সূক্ষ্ম-গঠন ধ্রুবক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূক্ষ্ম-গঠন ধ্রুবক(Fine-structure constant) হলো পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং কোয়ান্টাম ইলেকট্রো-গতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ধ্রুবরাশি।
ইলেকট্রন-আধানের বর্গ এবং প্ল্যাংকের ধ্রুবক ও আলোর দ্রুতির গুণফল -এর অনুপাত হিসাবে একে সংজ্ঞায়িত করা হয়। একে দ্বারা সূচিত করা হয়। এর মান হলো: ১/১৩৭.০৩৬ ।