সেপ্টেম্বর ৫
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেপ্টেম্বর ৫ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৭ তম (অধিবর্ষে ২৪৮ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ১৬৬৬ - লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রানহানি ঘটে।
- ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার নিরপেক্ষতা ঘোষণা করে।
- ১৯৬০ - রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
- ১৯৭২ - মিউনিখ গনহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমস্এ ইসরাইলি অ্যাথলেটদের হত্যা করে।
- ২০০০ - টাভালু জাতিসংঘে যোগ দেয়।
[সম্পাদনা] জন্ম
[সম্পাদনা] মৃত্যু
- ১১৬৫ - নিযো, জাপানের সম্রাট ।
- ১৭৮৬ - পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।
- ১৮৫৭ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
- ১৯৭৫ - আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।
- ১৯৯৭ - মাদার তেরেসা, আলবেনীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।